জম্মু, ৫ জুলাই : কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বার্ষিক অমরনাথ যাত্রা সুষ্ঠু ও নির্বিঘ্নেই চলছে। শুক্রবার অমরনাথ যাত্রার সপ্তম দিনেও পুণ্যার্থীরা পবিত্র গুহা দর্শন করেছেন। পাশাপাশি এদিন সকালেই পুণ্যার্থীদের আরও একটি দল অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে। বৃষ্টিও শুরু হয়েছে কাশ্মীরে, এদিন ভোরে জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলায় বালতাল থেকে অমরনাথের যাত্রাপথে বৃষ্টি হয়েছে। বৃষ্টি মাথায় নিয়েই অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছেন পুণ্যার্থীরা।
তীর্থযাত্রীদের যাতে কোনও রকম সমস্যা না হয়, তাই সব ধরনের পরিষেবা পৌঁছে দিতে প্রশাসন তৎপর রয়েছে। যাত্রাপথে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী। চলতি বছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে ২৯ জুন থেকে, চলবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তীর্থযাত্রীদের জন্য লাইভ টেলিকাস্টের (সরাসরি সম্প্রচার) ব্যবস্থা করা হচ্ছে।