জয়পুর, ৮ জুন : মরুরাজ্য রাজস্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। একইসঙ্গে জানানো হয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে রাজস্থানে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। জয়পুর আবহাওয়া দফতরের (আইএমডি) অধিকর্তা রাধেশ্যাম শর্মা বলেছেন, "আগামী ২৪ ঘন্টার মধ্যে পশ্চিম রাজস্থানের যোধপুর, বিকানের, আজমের, জয়পুর এবং ভরতপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।"
তিনি আরও জানিয়েছেন, "পূর্ব রাজস্থানের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ধুলোঝড়ের সম্ভাবনা রয়েছে। ৯ জুন উত্তর রাজস্থানের কিছু জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে...অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের কম থাকবে, আগামী ৪-৫ দিন তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।"