Country

1 week ago

Heavy rain in Delhi :রাজধানী দিল্লিতে ফের প্রবল বৃষ্টি, মনোরম হয়ে উঠল আবহাওয়া

Heavy rain in Delhi (symbolic picture)
Heavy rain in Delhi (symbolic picture)

 

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর : পূর্বাভাস ছিলই, সেই মতো সোমবার সকালেই আবহাওয়া বদলে গেল রাজধানী দিল্লিতে। সোমবার সকালে স্বস্তির বৃষ্টি হয়েছে জাতীয় রাজধানীতে। সুপ্রিম কোর্ট চত্বরে ভারী বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে দিল্লির আর কে পুরম, জনপথ রোড, তিন মূর্তি এলাকায়। ইন্ডিয়া গেট এলাকাতেও প্রবল বৃষ্টি হয়েছে। সোমবার সকালের এই বৃষ্টিতে দিল্লির আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে উঠেছে, তবে কোথাও যানজটের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, দিল্লিতে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দিল্লিতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

You might also like!