Country

3 months ago

Balasore train accident: বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ রেল বোর্ডের, জানালেন রেলমন্ত্রী

Railway Minister (File Picture)
Railway Minister (File Picture)

 

নয়াদিল্লি, ৪ জুন: শুক্রবার রাতে বালেশ্বরে তিনটি ট্রেনের সংঘর্ষে এখনও পর্যন্ত ২৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। সেই ঘটনার জেরে তোলপাড় গোটা দেশ। এর মধ্যে ওই ও ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করল রেল বোর্ড। রবিবার একথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনও ঘটনাস্থলে ছিলেন রেলমন্ত্রী। দুর্ঘটনার দায় কার, তা নিয়ে শুরু হয়েছে তর্জা। রেলমন্ত্রীর ইস্তফা দাবি করেছেন বিরোধীরা।

এদিন অশ্বিনী বৈষ্ণব জানান, দুর্ঘটনার কারণ ও দোষীদের চিহ্নিত করা গিয়েছে। এরপর বিকেলে ভুবনেশ্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘প্রশাসনিক সূত্রে প্রাপ্ত তথ্য বিবেচনা করে ঘটনার সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেলওয়ে বোর্ড।’


You might also like!