Country

2 months ago

Rail Roko program for farmers in Punjab:পঞ্জাবে রেল রোকো কর্মসূচি কৃষকদের, এমএসপি-সহ একাধিক দাবি আদায়ে বিক্ষোভে অন্নদাতারা

Rail Roko program for farmers in Punjab
Rail Roko program for farmers in Punjab

 

অমৃতসর, ২৮ সেপ্টেম্বর : পূর্ব ঘোষণা মতোই একাধিক দাবি আদায়ে পঞ্জাবে রেল রোকো কর্মসূচিতে অংশ নিলেন কৃষকরা। কিষাণ মজদুর সংগ্রাম কমিটির তত্ত্বাবধানে, অমৃতসরের দেবী দাস পুরায় রেললাইনে বসে নিজেদের দাবিতে 'রেল রোকো আন্দোলন'-এ অংশ নেন কৃষকরা। কৃষকদের দাবির মধ্যে রয়েছে-এমএসপি কমিটি, দিল্লিতে আন্দোলন সংক্রান্ত মামলা প্রত্যাহার এবং আন্দোলনের সময় মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরি প্রদান। এদিকে, কৃষকদের এই 'রেল রোকো' কর্মসূচির জেরে বৃহস্পতিবার রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। অনেক ট্রেন দেরিতে চলাচল করেছে।

বৃহস্পতিবার দুপুরের পর থেকেই পঞ্জাবের নানা স্থানে রেললাইনে বসে 'রেল রোকো আন্দোলন'-এ অংশ নেন কৃষকরা। একজন কৃষক নেতা বলেছেন, "বৃহস্পতিবার থেকে তিন দিন ধরে পঞ্জাবে রেল রোকো কর্মসূচি চলবে। এমএসপি গ্যারান্টি-সহ অনেকগুলি বিষয় রয়েছে, এর মধ্যে রয়েছে দিল্লিতে আন্দোলনের সময় কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ফিরিয়ে নিতে হবে, কৃষকদের আয় দ্বিগুণ হওয়ার কথা ভুলে যাওয়া হয়েছে, অথচ আমাদের ব্যয় বেড়েছে ২-৩ গুণ।"

You might also like!