Country

1 month ago

Rahul Gandhi: ট্রাম্পের তেল সংক্রান্ত দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুলের

Rahul Gandhi Attacks PM Modi Over Russia Oil Decision
Rahul Gandhi Attacks PM Modi Over Russia Oil Decision

 

নয়াদিল্লি, ১৬ অক্টোবর : রাশিয়া থেকে নাকি জ্বালানি না কেনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই দাবি করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরেই মোদীকে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি এক্স মাধ্যমে কটাক্ষ করে লেখেন, ‘ট্রাম্পকে ভয় পান মোদী’।

রাহুল গান্ধী বৃহস্পতিবার এক্স মাধ্যমে লেখেন, "প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে ভয় পাচ্ছেন। প্রথমত, ট্রাম্পকে সিদ্ধান্ত নিতে এবং ঘোষণা করতে দিচ্ছেন যে ভারত রাশিয়ার তেল কিনবে না। দ্বিতীয়ত, বারবার প্রত্যাখ্যান সত্ত্বেও অভিনন্দন বার্তা পাঠাচ্ছেন। তৃতীয়ত, অর্থমন্ত্রীর আমেরিকা সফর বাতিল করেছেন। চতুর্থত, শার্ম আল-শেখ এড়িয়ে গেছেন। পঞ্চমত, অপারেশন সিঁদুর সম্পর্কে তাঁর বক্তব্যের বিরোধিতা করেন না।"

You might also like!