Country

3 weeks ago

Rahul Gandhi : রাজস্থানে কংগ্রেস ঐক্যবদ্ধ এবং জিতবই : রাহুল গান্ধী

Rahul Gandhi (File Picture)
Rahul Gandhi (File Picture)

 

জয়পুর, ১৬ নভেম্বর : রাজস্থানে কংগ্রেসের জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেছেন, রাজস্থানে কংগ্রেস ঐক্যবদ্ধ এবং জিতবই। এদিন সকালে জয়পুর বিমানবন্দরে একইসঙ্গে দেখা যায় রাহুল গান্ধী, অশোক গেহলট ও শচীন পাইলটকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল বলেছেন, "আমাদের শুধু একসঙ্গে দেখাই যাবে না, আমরা ঐক্যবদ্ধও। আমরা একসঙ্গেই থাকব এবং ভোটে জয়লাভ করব।"

মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, "স্থানীয় ইস্যু এবং উন্নয়ন নিয়ে আমাদের নির্বাচনে লড়তে হবে... তাঁরা আমাদের নীতির কথা বলে না। তাঁরা (বিজেপি) শুধু মিথ্যা অভিযোগ করছে... আমার ধারণা তাঁরা ভয় পাচ্ছে। জনসাধারণ সরকারকে পুনরাবৃত্তি করার মেজাজে রয়েছে... আমরা বলেছি আমাদের স্কিমগুলি চলবে, এবং আমরা আরও স্কিম আনব... তারা পেপার ফাঁসের কথা বলে, কিন্তু আমরা এটি নিয়ে কাজ করেছি।

You might also like!