নয়াদিল্লি, ১ জুলাই : লোকসভায় ফের নিট ইস্যু উত্থাপন করলেন নিম্নকক্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার লোকসভার অধিবেশন শুরু হলে নিট ইস্যুতে আলোচনার দাবি জানান রাহুল গান্ধী। তিনি বলেন, "পার্লামেন্ট থেকে দেশের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া দরকার, আমরা শিক্ষার্থীদের একটি বার্তা দিতে চাই যে নিট ইস্যু সংসদের জন্য গুরুত্বপূর্ণ। তাই, এই বার্তা পৌঁছে দিতে আমরা চাই সংসদে এই বিষয়ে আলোচনা হোক।"
এদিকে, বিরোধীদের কাছে বিশেষ অনুরোধ জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ বলেছেন, "সংসদ কার্যক্রম কিছু নিয়ম ও পরম্পরার উপর ভিত্তি করে পরিচালিত হয়। আমি বিরোধীদের অনুরোধ করছি, যে কোনও আলোচনা রাষ্ট্রপতির অভিভাষণে ধন্যবাদ প্রস্তাবের পরেই করা উচিত।"