নয়াদিল্লি, ৪ জুন: অষ্টাদশ লোকসভা নির্বাচনে এবার কেরলের ওয়ানাড ও উত্তর প্রদেশের রায়বেরেলি লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রাথমিক প্রবণতা অনুযায়ী, দুই কেন্দ্রই হতাশ করল না রাহুলকে। দুই কেন্দ্রেই এই মুহূর্তে এগিয়ে রয়েছেন রাহুল।
সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওয়ানাড ও রায়বেরেলি উভয় আসনেই এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। কেরলের ওয়ানাড আসনে রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন ৮,৭১৮টি ভোটে। রায়বেরেলি আসনে ২,১২৬টি ভোটে এগিয়ে রাহুল।