Country

3 weeks ago

Rahul Gandhi: মধ্যপ্রদেশে জয় নিয়ে আত্মবিশ্বাসী রাহুল, বললেন এবার কংগ্রেসের সুনামি হবে

Rahul Gandhi (File picture)
Rahul Gandhi (File picture)

 

বিদিশা, ১৪ নভেম্বর : মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাসী কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার মধ্যপ্রদেশের বিদিশায় এক নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী বলেছেন, "আমি শতভাগ নিশ্চিত যে মধ্যপ্রদেশে কংগ্রেসের সুনামি হবে। ১৪৫-১৫০টি আসনে আমরা জিতব বলেও আত্মবিশ্বাসী।" রাহুল বলেছেন, "আমরা বিজেপির সঙ্গে লড়াই করি। কর্ণাটকে আমরা তাঁদের তাড়িয়ে ছেড়েছি। হিমাচল প্রদেশেও আমরা তাঁদের তাড়িয়ে দিয়েছি - কিন্তু ঘৃণার সঙ্গে নয়। আমরা 'নফরাত কা বাজার'-এ 'মোহাব্বত কি দুকান' খুলি। আমরা অহিংসার সৈনিক, আমরা আঘাত করি না।"

রাহুলের কথায়, "পাঁচ বছর আগে আপনারা সবাই কংগ্রেসকে সরকারে নির্বাচিত করেছিলেন। আপনারা বিজেপি নয়, কংগ্রেসকে নির্বাচিত করেছিলেন। এরপর বিজেপি নেতারা, নরেন্দ্র মোদী, শিবরাজ সিং চৌহান এবং অমিত শাহ মিলে বিধায়ক কিনে মধ্যপ্রদেশের নির্বাচিত সরকারকে চুরি করে। কোটি কোটি টাকা দিয়ে এবং কংগ্রেস পার্টির বিধায়কদের কিনে নিয়ে আপনাদের সিদ্ধান্ত, আপনার হৃদয়ের কণ্ঠ বিজেপি নেতারা, প্রধানমন্ত্রীর দ্বারা চূর্ণ হয়েছে। আপনারা প্রতারিত হয়েছেন।"

You might also like!