Country

2 weeks ago

Aam Aadmi Party leader Raghuvinder Shokin: দিল্লির নতুন মন্ত্রী হচ্ছেন রঘুবিন্দর শোকিন, পূরণ করবেন কৈলাশের খালি পদ

Aam Aadmi Party leader Raghuvinder Shokin
Aam Aadmi Party leader Raghuvinder Shokin

 

নয়াদিল্লি, ১৮ নভেম্বর : দিল্লির নতুন মন্ত্রী হচ্ছেন আম আদমি পার্টির নেতা রঘুবিন্দর শোকিন। তিনি পূরণ করবেন কৈলাশ গেহলটের খালি পদ। আম আদমি পার্টির পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, দিল্লি মন্ত্রিসভার নতুন মন্ত্রী হচ্ছেন এএপি নেতা রঘুবিন্দর শোকিন। রঘুবিন্দর শোকিন নাংলোই জাটের বিধায়ক। কৈলাশ গেহলটের পদত্যাগের পর শূন্য পদে মন্ত্রী হবেন তিনি।

উল্লেখ্য, আম আদমি পার্টি (এএপি) ছেড়েছেন কৈলাশ গেহলট। এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কাছে রবিবার নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দল এবং সরকারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জানান তিনি। বছর পঞ্চাশের কৈলাশ দীর্ঘ দিন এএপি-র সঙ্গে যুক্ত ছিলেন এবং সরকারে একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন। দিল্লি সরকারের স্বরাষ্ট্র, পরিবহণ, তথ্যপ্রযুক্তি এবং নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন তিনি। দিল্লির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি।

You might also like!