দেহরাদূন, ২৪ সেপ্টেম্বর : বছর ১৯-এর যুবতী অঙ্কিতা ভান্ডারী হত্যা মামলায় প্রধান অভিযুক্ত পুলকিত আর্যর বাবা ও ভাইকে দল থেকে বহিষ্কার করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শনিবার পুলকিতের বাবা বিনোদ আর্য ও তার দাদা অঙ্কিত আর্যকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে। এখানেই শেষ নয়, মূল অভিযুক্ত পুলকিত আর্যের ভাই অঙ্কিত আর্যকে উত্তরাখণ্ড অন্যান্য অনগ্রসর শ্রেণী কমিশনের ডেপুটি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়েছে উত্তরাখণ্ড সরকার। কয়েকদিন নিখোঁজ থাকার পর শনিবার সকালেই অঙ্কিতা ভাণ্ডারীর মৃতদেহ উদ্ধার হয়। অঙ্কিতার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন মানুষজন। এদিনই উত্তরাখণ্ডের ঋষিকেশে পুলকিতের বনতারা রিসর্টে আগুন লাগিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। বিজেপি বিধায়ক রেণু বিষ্টের বিরুদ্ধে প্রতিবাদ দেখান স্থানীয় মানুষজন এবং বিধায়কের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুলিশি নিরাপত্তায় সেখান থেকে বেরিয়ে আসেন বিধায়ক।