Country 5 months ago

পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর! বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা

DA of central government employees increased by 4 percent

 


নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর  : পঞ্চম বেতন কমিশন অনুসারে ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের । এর ফলে লাভবান হবেন কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীরাও। বুধবার সাংবাদিকদের সামনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক ছিল। তাতে স্থির হয় ৪ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হবে। তারপরই সাংবাদিকদের সামনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা আগে ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণার ফলে অন্তত ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী সুবিধা পেতে চলেছেন।

প্রসঙ্গত, এর আগে গত মার্চ মাসে কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়িয়েছিল কেন্দ্র। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর যে ভাবে জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে উৎসবের মরশুমের আগে ডিএ বাড়ানোর দাবি ছিল। সেই মোতাবেক এই সিদ্ধান্ত নিল কেন্দ্র। এই বছর দু’দফায় মোট ৭ শতাংশ ডিএ বাড়াল কেন্দ্রীয় সরকার।


You might also like!