ভুবনেশ্বর, ২৯ সেপ্টেম্বর : প্রয়াত হলেন জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারপার্সন জয়ন্তী পট্টনায়েক(৯০)। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ডঃ জানকী বল্লভ পট্টনায়কের স্ত্রী। তিনি একাধারে সাহিত্যিক ও কংগ্রেস নেত্রী ছিলেন। পরবর্তীতে তিনি জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারপার্সনও নিযুক্ত হয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাড়াও ওড়িশার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
জয়ন্তী পট্টনায়েক গঞ্জাম জেলার এক মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রাক্তন সাংসদ এবং সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন সভাপতিও ছিলেন। জয়ন্তী পট্টনায়েক বর্তমানে ফরেস্ট পার্কের বাসায় থাকতেন। তিনি ৩ ফেব্রুয়ারি ১৯৯২ থেকে ৩০ জানুয়ারি ১৯৯৫ পর্যন্ত জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারপার্সন ছিলেন।