Country

8 months ago

প্রত্যেক মহিলা সুরক্ষিত ও আইনি গর্ভপাতের অধিকারী : সুপ্রিম কোর্ট

Supreme Court
Supreme Court

 

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : প্রত্যেক মহিলাই সুরক্ষিত ও আইন মেনে গর্ভপাত করাতে পারেন। বিবাহিত কিংবা অবিবাহিত সমস্ত মহিলার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য। একটি মামলার শুনানিতে বৃহস্পতিবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, সমস্ত মহিলা সুরক্ষিত ও আইনি গর্ভপাতের অধিকারী৷ সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, একজন মহিলার বৈবাহিক অবস্থা তাঁকে অবাঞ্ছিত গর্ভধারণের অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। একাকী এবং অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থার ২৪ সপ্তাহ পর্যন্ত মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট এবং নিয়মের অধীনে গর্ভপাতের অধিকার রয়েছে।

মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট অনুযায়ী গর্ভাবস্থার ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাতের অধিকার রয়েছে সমস্ত মহিলার। এক্ষেত্রে অন্তঃসত্ত্বা বিবাহিত বা অবিবাহিত যাই হোক না কেন এই নিয়ম সবার জন্যই সমান, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে, সমস্ত মহিলাই নিরাপদ ও আইনি গর্ভপাতের অধিকারী। শীর্ষ আদালত আরও যোগ করেছে, বিবাহিত মহিলার জোরপূর্বক গর্ভধারণকে গর্ভপাতের উদ্দেশ্যে ধর্ষণ হিসাবে গণ্য করা যেতে পারে।


You might also like!