Country

1 year ago

Protests at IDBI Bank : বকেয়া বেতনের দাবিতে আইডিবিআই ব্যাঙ্কে বিক্ষোভ

Protests at IDBI Bank demanding unpaid salaries
Protests at IDBI Bank demanding unpaid salaries

 

কলকাতা, ৬ সেপ্টেম্বর : আইডিবিআই ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা চুক্তিবদ্ধ কর্মীদের একটা বড় অংশ এখনো পর্যন্ত জুন, জুলাই এবং আগস্ট মাসের বেতন পাননি। মঙ্গলবার বিভিন্ন দাবিতে আইডিবিআই ব্যাঙ্ক কন্ট্রাক্ট এমপ্লয়িজ ইউনিয়ন, পশ্চিমবঙ্গের নেতৃত্বে ব্যাংকের দেড় শতাধিক কর্মী ব্যাংকের সামনে দীর্ঘক্ষন অবস্থান বিক্ষোভ চালান। এর পর সিজিএম (পূর্বাঞ্চল) অফিসের সামনে বিক্ষোভ দেখান।

সূত্রের খবর, এখন ওই ব্যাংক নিরাপত্তার দায়িত্বে থাকা চুক্তিবদ্ধ কর্মীদের কন্ট্রাক্টর (ভেন্ডার) পরিবর্তন করছে। এই পরিস্থিতিতে ওই কর্মীরা এখন প্রচন্ড কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। এই অবস্থায় তিন মাসের বেতন একসঙ্গে দেওয়া, প্রতি মাসে কম বেতন দেওয়ার ফলে প্রতিটি কর্মীর যে পরিমাণ বকেয়া হয়েছে তা দ্রুত মিটিয়ে দেওয়া, পিএফ, ইএসআইয়ের টাকা মাসে মাসে জমা দেওয়া প্রভৃতি দাবি তোলা হয়েছে।

ব্যাংকের এক আধিকারিক এই প্রতিবেদককে জানান, সিজিএম প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বকেয়া বেতন যত দ্রুত সম্ভব মিটিয়ে দেওয়ার জন্য কন্ট্রাক্টরের উপর চাপ সৃষ্টি এবং অন্যান্য সমস্যাগুলি বিবেচনার আশ্বাস দেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি জগন্নাথ রায় মন্ডল সহসভাপতি বরুন চক্রবর্তী এবং সম্পাদক গৌরীশঙ্কর দাস।

You might also like!