মালিগাঁও, ০৫ সেপ্টেম্বর, ২০২২: ট্রেনে নিষিদ্ধ সামগ্রী পরিবহণের বিরুদ্ধে অব্যাহত লড়াইয়ে ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর, ২০২২
তারিখের মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ৭.৫৪ লক্ষ টাকারও অধিক মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন স্টেশন ও ট্রেনে নিয়মিত তল্লাশি চালানোর সময় দাবিহীন ব্যাগ থেকে বিশেষত গাঁজা ও সুরা সহ নিষিদ্ধ/অবৈধ সামগ্রীগুলি উদ্ধার হয়। ১ সেপ্টেম্বর, ২০২২ তারিখের একটি ঘটনায় লামডিং রেলওয়ে স্টেশনে ১৩১৭৪নং ডাউন (কাঞ্চনজংঘা এক্সপ্রেস) ট্রেনে আরপিএফ একটি অভিযান চালায়। এই অভিযানের সময় তারা উল্লেখিত ট্রেনের একটি কোচ থেকে প্রায় ০৩ লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা সহ ১টি দাবিহীন ব্যাগ বাজেয়াপ্ত করে। পরে উদ্ধারকৃত ব্যাগটি ওসি/জিআরপি/লামডিঙের হাতে পরবর্তী কার্য্য ব্যবস্থা গ্রহণের জন্য তুলে দেওয়া হয়।
৩০/৩১ আগস্ট, ২০২২ তারিখে রঙিয়ার আরপিএফ-এর সিআইবি টিম নিউ বঙাইগাঁও রেলওয়ে স্টেশন থেকে ১৯ হাজারেরও অধিক মূল্যের ৫৪টি অবৈধ সুরার বোতল সহ ০৪টি দাবিহীন ব্যাগ উদ্ধার করে। ব্যাগটি স্টেশনের ৪ ও ৫ নং প্ল্যাটফর্মের কংক্রিটের বেঞ্চের নীচে রাখা ছিল। পরে উদ্ধারকৃত ব্যাগগুলি বঙাইগাঁওয়ের এক্সাইজ ইন্সপেক্টরের হাতে পরবর্তী কার্য্য ব্যবস্থা গ্রহণের জন্য তুলে দেওয়া হয়। ৩০ আগস্ট ও ২ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ আগরতলা, জিরনিয়া, নিউ জলপাইগুড়ি, লামডিং, আলিপুরদুয়ার ও নিউ বঙাইগাঁও স্টেশনে পৃথক পৃথক তল্লাশি ও অভিযান চালিয়ে প্রায় ৭.৩০ লক্ষ টাকার মূল্যের নিষিদ্ধ/অবৈধ গাঁজা এবং ২৪ হাজার টাকার অধিক মূল্যের সুরা উদ্ধার করে।
এখানে উল্লেখ করা যেতে পারে যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ-এর পক্ষ থেকে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন স্টেশন ও ট্রেনে নিষিদ্ধ সামগ্রী পাচার ও পরিবহণের ক্ষেত্রে ক্রমাগতভাবে সতর্ক নজরদারির ব্যবস্থা করা হয়েছে, যাতে ট্রেন যাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ হয়।