Country 7 months ago

Priyanka Gandhi tested covid positive : কোভিডে আক্রান্ত প্রিয়াঙ্কা আইসোলেশনে, অসুস্থ রাহুলের রাজস্থান সফর বাতিল

Priyanka Gandhi tested covid positive

 

নয়াদিল্লি, ১০ আগস্ট : আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। বিগত ৩ মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার কোভিডে আক্রান্ত হয়েছেন প্রিয়াঙ্কা। করোনায় আক্রান্ত হওয়ার পর আবারও নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি। প্রিয়াঙ্কা বুধবার সকালে টুইট করে জানিয়েছেন, আবারও করোনায় আক্রান্ত হয়েছি। বাড়িতেই আইসোলেশনে থাকছি ও সমস্ত প্রোটোকল মেনে চলছি। এর আগে জুন মাসেও করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রিয়াঙ্কা।

এদিকে, অসুস্থ বোধ করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সূত্রের খবর, অসুস্থতার কারণে রাজস্থানের আলওয়ারে প্রস্তাবিত সফর বাতিল করেছেন রাহুল গান্ধী। সূত্র মারফত জানা গিয়েছে, রাহুল গান্ধীর শরীর ভালো নেই। তাই রাজস্থানের আলওয়ারে নিজের প্রস্তাবিত সফর বাতিল করেছেন তিনি। আলওয়ারে দলের "নেতৃত্ব সঙ্কল্প শিবিরে'' অংশ নেওয়ার কথা ছিল রাহুলের।


You might also like!