Country

1 week ago

Priyanka Gandhi : ওয়ানাডে জয়ের পর সংসদে এলেন প্রিয়াঙ্কা, বললেন আমি ভীষণ খুশি

Delhi
Delhi

 

নয়াদিল্লি, ২৮ নভেম্বর : কেরলের ওয়ানাড সংসদীয় উপনির্বাচনে বিরাট জয়ের পর বৃহস্পতিবার সংসদে এলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এদিন সকালে সাংসদ হিসেবে শপথ নিতে সংসদে আসেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন তাঁর মা সোনিয়া গান্ধী, দাদা রাহুল গান্ধী ও দলের সহকর্মীরা। এছাড়াও প্রিয়াঙ্কার ছেলে ও মেয়ে রায়হান এবং মিরায়া সংসদে আসেন।

সংসদে চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেছেন, "আমি ভীষণ খুশি।" এদিন সকালে বাড়ি থেকে বেরোনোর সময় ফুল দিয়ে প্রিয়াঙ্কাকে অভিবাদন জানানো হয়। ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় প্রিয়াঙ্কার গাড়ি।

You might also like!