পুণে, ১৪ জুন : মহারাষ্ট্রের পুণেতে আগুন লাগল একটি বেসরকারি বাসে। শুক্রবার পুণের নাসিক ফাটার কাছে একটি বেসরকারি বাসে আগুন ধরে যায়, মুহূর্তের মধ্যেই গোটা বাসটি আগুনের গ্রাসে চলে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে দমকল, দীর্ঘ চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে।
দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার পুণের পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় নাসিক ক্রসরোডের কাছে একটি বেসরকারি বাসে আগুন ধরে যায়। আগুনের গ্রাসে বাসটি পুড়ে গিয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।