Country

2 months ago

New Parliament Building: সংবিধান সদন, নয়া সংসদ ভবনের নাম প্রস্তাব প্রধানমন্ত্রীর

New Parliament Building
New Parliament Building

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সংসদের পুরনো ভবনকে বিদায় জানিয়ে মঙ্গলবারই নয়া সংসদ ভবনে শুরু হয়ে গিয়েছে বিশেষ অধিবেশন। স্বাধীনতার ৭৫ বছর পর নয়া সংসদ ভবনে পা রেখেছেন সাংসদরা। এই সংসদ ভবনের নাম দেওয়া হয়েছে পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই নয়া সংসদ ভবনের নাম 'সংবিধান সদন' রাখার প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার অধিবেশন শুরুর আগে সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী বলেন, "নতুন সংসদ ভবনের হাত ধরে নতুন ভবিষ্যতের সূচনা হল। ভবিষ্যতের কথা ভেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়া হবে।" রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেছেন, "সংসদের নয়া ভবন আত্মনির্ভরতার প্রতীক।"

এদিন সেন্ট্রাল হলের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "ভারত বিশ্বের পঞ্চম অর্থব্যবস্থায় পৌঁছে গিয়েছে। বিশ্বের তৃতীয় অর্থব্যবস্থায় পরিণত হবে দ্রুত। আত্মনির্ভর ভারতের সংকল্প পূরণ করতে হবে। কৃষিপ্রধান দেশ ভারত, কৃষিতে আত্মনির্ভরতা আনতে হবে। যুবশক্তির উপর অগাধ বিশ্বাস আছে।"

You might also like!