নয়াদিল্লি, ১৩ এপ্রিল : রবিবার সকালে বৈশাখী-শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় জানান, সবাইকে বৈশাখীর শুভেচ্ছা! এই উৎসব আপনাদের জীবনে নতুন আশা, সুখ এবং প্রাচুর্য নিয়ে আসুক। আমরা যেন সবসময় একতা, কৃতজ্ঞতা এবং নতুনের চেতনা উদযাপন করি। উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে এখন উৎসবের আমেজ। পশ্চিমবঙ্গে উদযাপিত হবে পয়লা বৈশাখ, অসমে উদযাপিত হবে বোহাগ বিহু, এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে আরও নানা ধরনের উৎসবের আমেজ রয়েছে।
Wishing everyone a happy Baisakhi! pic.twitter.com/kpuqcKO7vi
— Narendra Modi (@narendramodi) April 13, 2025