Country 6 months ago

Narendra Modi on Maan Ki Baat : 'মন কি বাত': দেশবাসীকে 'স্বরাজ' সিরিয়াল দেখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

Prime Minister urged the countrymen to watch 'Swaraj' serial

 

নয়াদিল্লি, ২৮ আগস্ট  : সমস্ত দেশবাসীকে দূরদর্শনে 'স্বরাজ' সিরিয়াল দেখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী বীরদের প্রচেষ্টার কথা দেশের তরুণ প্রজন্মকে পরিচিত করতে এটি একটি মহৎ উদ্যোগ।

রবিবার প্রধানমন্ত্রী মোদী মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এ বলেন, স্বরাজ সিরিয়ালটি প্রতি রবিবার রাত ৯ টায় দূরদর্শনে প্রচারিত হয় এবং এটি ৭৫ সপ্তাহ চলবে। আপনার বাড়ির বাচ্চাদেরও এটি দেখান এবং স্কুল-কলেজের লোকেরাও সোমবার স্কুল-কলেজ খোলার সময় এটি রেকর্ড করে একটি বিশেষ অনুষ্ঠানে দেখাতে পারে, এই মহান বীরদের প্রতি নতুন সচেতনতা তৈরি হবে।

তিনি জানান, কয়েকদিন আগে তিনি ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়েছিলেন। সেখানে তিনি 'স্বরাজ' দূরদর্শনের সিরিয়ালের প্রিমিয়ারে যাওয়ার সুযোগ পান। স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া অভিনেতা-অভিনেত্রীদের প্রচেষ্টার সঙ্গে দেশের তরুণ প্রজন্মকে পরিচিত করতে এটা একটি মহৎ উদ্যোগ।

You might also like!