Country

1 week ago

Prime Minister pays tributes on Mahavir Jayanti: মহাবীর জয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর

Prime Minister pays tributes on Mahavir Jayanti
Prime Minister pays tributes on Mahavir Jayanti

 

নয়াদিল্লি, ১০ এপ্রিল : মহাবীর জয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, আমরা সকলেই ভগবান মহাবীরকে প্রণাম জানাই, যিনি সর্বদা অহিংসা, সত্য এবং করুণার উপর জোর দিয়েছিলেন। তাঁর আদর্শ বিশ্বজুড়ে অগণিত মানুষকে শক্তি প্রদান করে। জৈন সম্প্রদায় তাঁর শিক্ষা সুন্দরভাবে সংরক্ষণ করেছে এবং জনপ্রিয় করেছে। ভগবান মহাবীরের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবং সামাজিক কল্যাণে অবদান রেখেছে।

আমাদের সরকার সর্বদা ভগবান মহাবীরের আদর্শ পূরণের জন্য কাজ করছে। গতবছর আমরা প্রাকৃত-কে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করেছি। এই সিদ্ধান্ত প্রচুর প্রশংসিত হয়েছিল।

You might also like!