Country

2 weeks ago

Narendra ModI: আর্য সমাজ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

Narendra Damodardas ModI
Narendra Damodardas ModI

 

জর্জটাউন, ২২ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গায়ানার জর্জটাউনে আর্য সমাজ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। গায়ানায় ভারতীয় সংস্কৃতি রক্ষায় তাঁদের ভূমিকা এবং প্রয়াস বিশেষ প্রশংসনীয় বলে নরেন্দ্র মোদী জানান। তিনি আরও বলেন, এ বছর স্বামী দয়ানন্দ সরস্বতীর ২০০-তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে বলে এই বছরের এক বিশেষ তাৎপর্য রয়েছে।

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “গায়নার জর্জ টাউনে আর্য সমাজ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছি। গায়নায় আমাদের সংস্কৃতি রক্ষায় তাঁদের ভূমিকা বিশেষ প্রশংসনীয়। এ বছর স্বামী দয়ানন্দ সরস্বতীর ২০০-তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে বলে এই বছরের এক বিশেষ তাৎপর্য রয়েছে।”


You might also like!