দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সেপ্টেম্বরে ব্রুনেই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, সুলতান হাজি হাসানাল বলকিয়াহের আমন্ত্রণে ৩ সেপ্টেম্বর ব্রুনেইতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। থাকবেন ৪ সেপ্টেম্বর পর্যন্ত। ভারত ও ব্রুনাইয়ের মধ্যে ৪০ বছর কুটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতেই এই সফর করবেন প্রধানমন্ত্রী। এরপর ব্রুনেই থেকে ৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন মোদী। সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। ৫ সেপ্টেম্বর সেখান থেকে ভারতে ফিরবেন মোদী।