নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর : জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে সোমবার টোকিও রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিও সফরে মোদী আলাদাভাবে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট করেছে, "প্রধানমন্ত্রী মোদী টোকিওর উদ্দেশ্যে রওনা হয়েছেন, যেখানে তিনি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।" এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে আমি আজ রাতে টোকিও সফর করব, একজন প্রিয় বন্ধু এবং ভারত-জাপান বন্ধুত্বের মহান চ্যাম্পিয়ন।"
তিনি আরও বলেন, “সমস্ত ভারতীয়দের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী কিশিদা এবং শ্রীমতী অ্যাবের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাতে চাই। আবের কল্পনা অনুসারে আমরা ভারত-জাপান সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য কাজ চালিয়ে যাব।"
উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী সর্বশেষ গত মে মাসে জাপান সফর করেছিলেন। সে সময় তিনি প্রধানমন্ত্রী কিশিদা আয়োজিত কোয়াড গ্রুপের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন।