Country

2 weeks ago

Prime Minister Modi left for Delhi after visiting Guyana: গায়ানা সফর শেষে দিল্লির উদ্দেশে রওনা প্রধানমন্ত্রী মোদীর

Prime Minister Modi left for Delhi after visiting Guyana
Prime Minister Modi left for Delhi after visiting Guyana

 

জর্জটাউন, ২২ নভেম্বর : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানা তিন দেশ সফর শেষ করে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। বিমানবন্দরে গায়ানার শীর্ষ নেতৃত্ব তাঁকে আবেগঘন বিদায় জানান।

নাইজেরিয়া থেকে সফর শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে ব্রাজিল পৌঁছেন তিনি। সেখান থেকে গায়ানা সফরে যান। প্রধানমন্ত্রীকে নাইজেরিয়া ও গায়ানায় সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। গায়ানার সর্বোচ্চ জাতীয় পুরস্কার 'দ্য অর্ডার অফ এক্সিলেন্স'-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গায়ানার রাষ্ট্রপতি ডঃ ইরফান আলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ এক্সিলেন্স প্রদান করেন। উল্লেখ্য, ১৭ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী নাইজেরিয়ায় সফর করলেন। আর প্রায় ৫০ বছর পর গায়ানা সফরে গেলেন ভারতের কোনও প্রধানমন্ত্রী।

You might also like!