নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানল বলকিয়াহর আমন্ত্রণে ব্রুনাই দারুসসালাম সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এটিই হতে চলেছে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর ব্রুনেইয়ে প্রথম দ্বিপাক্ষিক সফর। মঙ্গলবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে ব্রুনেইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
ব্রুনেই সফরের পর প্রধানমন্ত্রী মোদী যাবেন সিঙ্গাপুরে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর আমন্ত্রণে ৪-৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী। এই সফরের সময় প্রধানমন্ত্রী মোদী ব্রুনেইয়ের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ও সহযোগিতার সমস্ত দিক নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং সহযোগিতার জন্য নতুন ক্ষেত্রগুলিও অন্বেষণ করবেন। সিঙ্গাপুরে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী।