Country

2 weeks ago

Narendra Modi :২০ অক্টোবর বারাণসীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, যাবতীয় প্রস্তুতি সম্পন্ন

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৯ অক্টোবর : রবিবার, ২০ অক্টোবর নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে বারাণসী-সহ সমগ্র দেশে ৬,৬১১ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রধানমন্ত্রীর দু'টি জনসমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে। যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ববতপুর বিমানবন্দরে অবতরণ করবেন এবং সোজা চলে যাবেন রিং রোডের শঙ্করা নেত্রালয়ে, সেখানে হাসপাতালের উদ্বোধন করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী সিগরা স্পোর্টস কমপ্লেক্সের উদ্দেশে রওনা হবেন যেখানে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ অনেকেই উপস্থিত থাকবেন।

You might also like!