Country

2 weeks ago

Prime Minister Modi has left for America:আমেরিকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী মোদী, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

Prime Minister Modi has left for America
Prime Minister Modi has left for America

 

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভোরে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমেরিকা পৌঁছনোর পর শনিবার আমেরিকার ডেলওয়ারের উইলনমিংটনে চতুর্থ কোয়াড নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আমেরিকার অনুরোধে ভারত ২০২৫ সালের কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করতে রাজি হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত এক বছরে কোয়াড কতখানি অগ্রগতি লাভ করেছে, তা পর্যালোচনা করা হবে চতুর্থ কোয়াড নেতৃবৃন্দের সম্মেলনে।

এছাড়াও ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে 'সামিট অফ দ্য ফিউচার'-এ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। নিউইয়র্কে প্রবাসী ভারতীয়দের এক সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলির সিইওদের সঙ্গেও মতবিনিময় করবেন। শনিবার ভোরে আমেরিকার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে কোয়াড সম্পর্কে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্য কোয়াড প্রধান গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়েছে।


You might also like!