Country

2 weeks ago

Prime Minister arrives in Guyana: দু'দিনের সফরে গায়ানা পৌঁছলেন প্রধানমন্ত্রী, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে মুগ্ধ মোদী

Prime Minister arrives in Guyana
Prime Minister arrives in Guyana

 

জর্জটাউন, ২০ নভেম্বর : নাইজেরিয়া ও ব্রাজিল সফর শেষে ত্রিদেশীয় সফরের অন্তিম পর্যায়ে গায়ানা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন ৫৬ বছরে গায়ানা সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী। বুধবার গায়ানা পৌঁছনোর পর সে দেশের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইরফান আলী এবং এক ডজনেরও বেশি মন্ত্রিসভার সদস্য প্রধানমন্ত্রী মোদীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

গায়ানার প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলি এবং গায়ানার ৪ জন মন্ত্রী, গ্রেনাডার প্রধানমন্ত্রী এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গায়ানার জর্জটাউনের একটি হোটেলে স্বাগত জানান। দু'দিনের গায়ানা সফরে প্রধানমন্ত্রী মোদী সে দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ ইরফান আলীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং গায়ানার সংসদের একটি বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন। তিনি দ্বিতীয় ভারত-ক্যারিকম শীর্ষ সম্মেলনে ক্যারিবিয়ান অংশীদার দেশগুলির নেতাদের সাথেও যোগ দেবেন।বুধবারই প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি জর্জটাউনে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যক্ষ করেন তিনি।

You might also like!