নয়াদিল্লি, ২ অক্টোবর : স্বচ্ছ ভারত অভিযানের ১০ বছর পূর্তিতে পূর্বতন সরকারের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, পূর্ববর্তী সরকার টয়লেটের অভাবকে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করেনি। বুধবার দিল্লির বিজ্ঞান ভবনে স্বচ্ছ ভারত অভিযানের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "তাঁরা (পূর্ববর্তী সরকার) নোংরা ও টয়লেটের অভাবকে কখনই জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করেনি। এর ফলে জনসাধারণ বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস শুরু করে।"
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "আমি যখন লালকেল্লার প্রাচীর থেকে স্বচ্ছ ভারতের ডাক দিয়েছিলাম, তখন আমাকে উপহাস করা হয়েছিল। আমাকে এখনও উপহাস করা হয়, কিন্তু একজন প্রধানমন্ত্রীর প্রথম কাজ সাধারণ মানুষের জীবন সহজ করা। আমি টয়লেট এবং স্যানিটারি প্যাড সম্পর্কে কথা বলেছি এবং আমরা এখন ফলাফল দেখতে পাচ্ছি। ১০ বছর আগে, ৬০ শতাংশের বেশি মানুষ প্রকাশ্যে শৌচকর্ম করতে বাধ্য হয়েছিলেন। এটি ছিল মানবিক সম্মানের পরিপন্থী, এটি বিশেষ করে দলিত, অনগ্রসর শ্রেণী এবং উপজাতীয় সম্প্রদায়ের অপমান ছিল। সবচেয়ে বড় কথা, এটি মহিলাদের অসুবিধার কারণ হয়েছিল।"