নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। শুভেচ্ছা-বার্তায় অমিত শাহ জানিয়েছেন, সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর ভারতের স্রষ্টা মোদীজির জীবন সেবা ও উৎসর্গের প্রতীক। শনিবার ৭২ বছর বয়সে পা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে একাধিক টুইট করে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে তিনি জানিয়েছেন, দেশের প্রিয় নেতা ও আমাদের সকলের অনুপ্রেরণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই এবং ঈশ্বরের কাছে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। অমিত শাহ টুইট করে আরও লেখেন, একটি সুরক্ষিত, শক্তিশালী এবং আত্মনির্ভরশীল নতুন ভারতের স্রষ্টা মোদীজির জীবন সেবা ও উৎসর্গের প্রতীক। স্বাধীনতার পর প্রথমবার, কোটি কোটি দরি