Country

2 weeks ago

President Murmu on CAG : ক্যাগ সংবিধান প্রণেতাদের প্রত্যাশা পূরণ করেছে : রাষ্ট্রপতি

President Murmu (symbolic picture)
President Murmu (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : ভারতের কম্পট্রোলার ও অডিটর জেনারেল (ক্যাগ) সংবিধান প্রণেতাদের প্রত্যাশা পূরণ করেছে। এই অভিমত পোষণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ক্যাগ নৈতিক আচরণের কঠোর নিয়ম অনুসরণ করে, যা এর কার্যকারিতার সর্বোচ্চ ক্রম নিশ্চিত করে। রাষ্ট্রপতি বলেন, সরকারি অর্থের কার্যকর নিরীক্ষার জন্য সময়োপযোগীতা সমান গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জোর দিয়ে বলেছেন, নিরীক্ষাকে প্রযুক্তিগত বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে যাতে তার তদারকি কার্যগুলি কার্যকরভাবে সম্পাদন করতে সক্ষম হয়৷

মঙ্গলবার নতুন দিল্লিতে এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশন-এর ১৬ তম অধিবেশনের উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেছেন, ক্রমবর্ধমান প্রযুক্তি-চালিত বিশ্বে, প্রযুক্তি ব্যবহার করে আরও বেশি সংখ্যক জনসেবা প্রদান করা হচ্ছে। রাষ্ট্রপতি বলেছেন, "জাতির জনক মহাত্মা গান্ধী আমাদের সকলের জন্য একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব, স্বাধীন সুপ্রিম অডিট ইনস্টিটিউশনগুলির জন্যও তিনি আদর্শ হওয়া উচিত।"

You might also like!