নয়াদিল্লি, ২ জুলাই ঃ বিকশিত ভারত গড়তে উন্নত মানসিকতা প্রয়োজন। জোর দিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে রাষ্ট্রপতি বলেছেন, এই উন্নত প্রযুক্তির যুগে মানুষ যখন যথাসময়ে দেশ ও বিশ্বের তথ্য পাচ্ছে, তখন আধিকারিকদের চ্যালেঞ্জ আরও বেড়েছে। সোমবার ২০২২ ব্যাচের আইএএস অফিসারদের একটি দল, বর্তমানে যাঁরা বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও দফতরে সহকারী সচিব হিসেবে কর্মরত তাঁরা রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাত করেছেন। আইএএস অফিসারদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেছেন, ভারতীয় প্রশাসনিক পরিষেবা আমাদের দেশে একটি স্বপ্নের পেশা হিসাবে বিবেচিত হয়। তিনি বলেছেন, লক্ষ লক্ষ উচ্চাভিলাষীর স্বপ্ন আইএএস অফিসার হওয়ার। তাঁদের মধ্যে অনেকেই এই সেবায় নির্বাচনের জন্য খুব পরিশ্রম করেন।