Country

2 weeks ago

Narendra Modi :ঝাঁসির হাসপাতালে অগ্নিকাণ্ডে ব্যথিত রাষ্ট্রপতি, অর্থ সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

President distressed by Jhansi hospital fire, Prime Minister announces financial aid
President distressed by Jhansi hospital fire, Prime Minister announces financial aid

 

নয়াদিল্লি, ১৬ নভেম্বর : উত্তর প্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি শিশুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, "উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজে বেশ কয়েকটি নবজাতকের মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক। ঈশ্বর শোকসন্তপ্ত পিতামাতা এবং পরিবারকে এই কষ্টকর আঘাত সহ্য করার শক্তি দিন। আমি আহত নবজাতকদের, দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তায় জানিয়েছেন, "উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে আগুন লাগার ঘটনা হৃদয়বিদারক। যারা নিজেদের নিষ্পাপ সন্তানদের হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারের জন্য সম্ভাব্য সব রকমের চেষ্টা করছে।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ঝাঁসি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

You might also like!