Country

1 year ago

President and PM wishes Ganesh Chaturthi : গণেশ চতুর্থীতে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা উভয়ের

President and PM wishes Ganesh Chaturthi
President and PM wishes Ganesh Chaturthi

 

নয়াদিল্লি, ৩১ আগস্ট : গণেশ চতুর্থী উপলক্ষ্যে দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গণেশ চতুর্থীতে পবিত্রক্ষণে সমস্ত দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভগবান গণেশের আশীর্বাদ সর্বদা সকলের ওপর অটুট থাকুক।

গণেশ চতুর্থীর শুভেচ্ছা-বার্তায় বুধবার সকালে টুইট করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন, গণেশ চতুর্থী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বিঘ্নহর্তা এবং মঙ্গলমূর্তি ভগবান গণেশ জ্ঞান, সিদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। আমি কামনা করি শ্রী গণেশের আশীর্বাদে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, "শুভ গণেশ চতুর্থী। গণপতি বাপ্পা মোরিয়া! ভগবান শ্রী গণেশের আশীর্বাদ সর্বদা আমাদের ওপর অটুট থাকুক।"

You might also like!