Country

6 days ago

Diwali in Ayodhya: প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, অযোধ্যায় এবারের দীপোৎসব ঐতিহাসিক করা লক্ষ্য

Diwali in Ayodhya
Diwali in Ayodhya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রস্তুতি চলছিল অনেক দিন ধরেই, আর মাত্র কিছু দিনই পর উত্তর প্রদেশের অযোধ্যায় দীপোৎসব। এবারের দীপোৎসবকে ঐতিহাসিক করার লক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রদীপ তৈরির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে।

দীপোৎসবের প্রস্তুতি সম্পর্কে অযোধ্যার বিভাগীয় কমিশনার গৌরব দয়াল  বলেছেন, "গত বছরের চেয়ে এবার বেশি প্রদীপ জ্বালানো হবে, ২৫ লক্ষ প্রদীপ জ্বালানো হবে। ১১০০ জনের আরতির ব্যবস্থা করা হয়েছে, সেখানে একটি ড্রোন শো হবে। আমরা নতুন অনুষ্ঠানের আয়োজন করবে। ২৮ তারিখ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, অযোধ্যার সব মন্দিরে দিয়া জ্বালানো হবে... বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। শ্রী রাম জন্মভূমিতে এটাই প্রথম দীপাবলি মন্দির, সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।"

You might also like!