দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কে ক্ষমতায় আসবে, তা জানতে ৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যদি আবারও মোদী সরকার ক্ষমতায় আসে, সে ক্ষেত্রে কী কী পরিবর্তন হতে পারে, সেই সম্ভাবনার কথা বললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।
রাজনৈতিক বিশ্লেষক পিকের দাবি, প্রতিটি রাজ্যের অর্থনৈতিক স্বাধীনতায় প্রতিবন্ধকতা আনতে পারে মোদী ৩.০ সরকার। শুধু তাই নয়, NDA ফের একবার ক্ষমতায় এলে পেট্রল এবং ডিজেল চলে আসবে GST-র আওতায়। পরিকাঠামোগত এবং প্রশাসনিক নানা পরিবর্তনও হতে পারে বলে অনুমান প্রশান্ত কিশোরের।একদা ভোটকুশলীর কথায়, 'মোদী ফের একবার প্রধানমন্ত্রী পদে বসলে ক্ষমতা এবং সম্পদ আরও বেশি কেন্দ্রের অধীনস্থ থাকবে। পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে রাজ্যগুলির অর্থনৈতিক স্বাধীনতায় প্রতিবন্ধকতা আনা হতে পারে।'
২০১৪ সালের লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদীর ভোটকুশলী ছিলেন এই প্রশান্ত কিশোর। ২০২৪ সালের লোকসভা নির্বাচন চলাকালীন সেই পিকেই নরেন্দ্র মোদীর দলের নানা সমালোচনার দিক তুলে ধরছেন। তাঁর বক্তব্য, 'বর্তমানে দেশের প্রতিটি রাজ্যের হাতে তিনভাবে আয়ের রাস্তা রয়েছে। পেট্রলিয়াম, আবগারি এবং জমি। আমি অবাক হব না যদি তৃতীয়বার ক্ষমতায় এসে মোদী সরকার পেট্রলিয়ামকেও GST-র আওতায় নিয়ে আসে।'
বর্তমানে পেট্রল, ডিজেল, ন্যাচরাল গ্যাস GST-র আওতায় পড়ে না। তবে VAT, সেন্ট্রাল সেলস ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ ডিউটির আওতায় পড়ে। পেট্রল এবং ডিজেলকে GST-র আওতায় আনার বিষয়টি নিয়ে দীর্ঘদিনের একটি দাবি রয়েছে এই ইন্ডাস্ট্রির। তবে রাজ্য সরকারগুলি বরাবরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে। এতে রাজ্যগুলির আয়ে বড়সড় প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে। পেট্রল GST-র আওতায় আনার মতো বড় পদক্ষেপ রাজ্যগুলিকে আরও দিল্লি নির্ভর হতে বাধ্য করবে। করের ভাগ আদায় করতে কালঘাম ছুটবে রাজ্য সরকারগুলির। এমনটাও মত একাংশের।
একটি সাক্ষাৎকারে ভোটকুশলী ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে ফের এক ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেন, '২০১৯ সালে BJP ৩০৩টি আসনে জয়ী হয়েছিল। এবারও তাদের আসন সংখ্যা তার আশপাশেই থাকবে। ৪ জুন কী ফলাফল বেরোবে তা ভবিষ্যৎ বলবে। আমার মত যদি জিজ্ঞাসা করেন, তবে বলব, ধারাবাহিকতা বড্ড একঘেঁয়ে। গত প্রায় পাঁচ মাস ধরে মোদী নেতৃত্বাধীন BJP ক্ষমতায় ফিরবে, এ কথাই বলেছি। ২০১৯ সালে তারা যে আসন পেয়েছিল, তার ধারেপাশেই থাকবে সংখ্যা।'