নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর : খানাখন্দ-মুক্ত জাতীয় সড়ক খুব শীঘ্রই বাস্তবে পরিণত হবে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। বৃহস্পতিবার নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সমস্ত জাতীয় সড়ককে খানাখন্দ-মুক্ত করার জন্য একটি নীতি প্রণয়ন করা হচ্ছে।
এরপরই তিনি বলেন, শীঘ্রই খানাখন্দ-মুক্ত জাতীয় সড়ক বাস্তবে পরিণত হবে এবং এই প্রকল্পটিকে সফল করতে তরুণ প্রকৌশলীদের যুক্ত করা হবে। বৃষ্টির কারণে মহাসড়কের ক্ষয়ক্ষতি হতে পারে, যার ফলে গর্তের সৃষ্টি হতে পারে এবং নতুন নীতিতে তা খতিয়ে দেখা হবে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি আরও বলেছেন, আগামী ১ অক্টোবর 'এক তারিখ, এক ঘণ্টা, এক সাথ' অনুষ্ঠানের আয়োজন করা হবে, ঠিক যেমন প্রধানমন্ত্রী মোদী নিজের 'মন-কি-বাত' অনুষ্ঠানে আবেদন করেছিলেন।