Country

8 months ago

Modi oath taking ceremony: রবিবার মোদীর শপথে ডাক নির্মাণকর্মী, সাফাইকর্মীদেরও

Modi's Ought Taking Ceremony (File Picture)
Modi's Ought Taking Ceremony (File Picture)

 

নয়াদিল্লি, ৯ জুন: রবিবার বর্ণাঢ্য শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য কার্যত সাজো সাজো রব দিল্লিতে। প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় দফার জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তাতে কারা হাজির থাকবেন সেই আমন্ত্রিতদের তালিকা দীর্ঘ। জানা গেছে, তালিকায় রয়েছেন শীর্ষ রাজনৈতিক নেতা, বিদেশি রাষ্ট্রনায়ক থেকে নির্মাণকর্মী, সাফাইকর্মী বা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের অংশগ্রহণকারীরাও।

সূত্রের তরফে খবর, এবারের বড় চমক হতে চলেছে নয়াদিল্লির সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নির্মাণকর্মী ও সাফাইকর্মীদের রাখা। এও জানা গেছে, বন্দে ভারত এক্সপ্রেসে কর্মরত রেলকর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। মোদীর মন-কি-বাত অনুষ্ঠানের শ্রোতাদের মধ্যে থেকেও নির্বাচিত কয়েকজনকে ডাকা হয়েছে। পাশাপাশি পদ্ম পুরস্কার জয়ী একাধিক ব্যক্তি, বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রধান সন্ন্যাসী, সাধুসন্ত এবং চলচ্চিত্র ও ক্রীড়াজগতের একাধিক প্রথম সারির ব্যক্তিত্বরাও উপস্থিত থাকতে চলেছেন অনুষ্ঠানে।

You might also like!