Country

2 weeks ago

Air pollution news today:দিল্লিতে দূষণ কমছেই না, ফের খারাপ হয়ে উঠল জাতীয় রাজধানীর বাতাস

Air pollution In  Delhi
Air pollution In Delhi

 

নয়াদিল্লি, ২১ নভেম্বর : রাজধানী দিল্লিতে বাতাসের গুণগত মান আবারও খারাপ হতে শুরু করেছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি)-এর দেওয়া তথ্য অনুযায়ী, সামগ্রিক ভাবে দিল্লির বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ৩০০-র ওপরেই ছিল। মঙ্গলবার সকালে দিল্লির আনন্দ বিহারে বাতাসের গুণগত মান ছিল ৩৭৪, জাহাঙ্গীরপুরীতে ৩৯৯, লোধি রোডে ৩১৫ ও নিউ মোতি বাগে ৩৭০।

এদিন ভোরের দিকে ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি, ধোঁয়াশা এতটাই বেশি ছিল যে হেড লাইট জ্বালিয়ে চলাচল করেছে অনেক গাড়ি। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এদিনও অনেকেই শ্বাসকষ্টের সমস্যার কথা জানিয়েছেন। ঘড়ির কাঁটায় তখন সকাল ৭.৪৫ মিনিট, সেই সময়ই ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির রিং রোড। দূষণে একপ্রকাশ নাজেহাল অবস্থা দিল্লীববাসীর।


You might also like!