Country

1 month ago

Delhi Air Pollution: দীপাবলির আগেই দূষণ দিল্লিতে, ধোঁয়াশায় ঢাকল জাতীয় রাজধানী

Delhi Air Pollution
Delhi Air Pollution

 

নয়াদিল্লি, ১৮ অক্টোবর : দীপাবলির আগেই দূষণের কবলে রাজধানী দিল্লি। ধোঁয়াশায় ঢাকল জাতীয় রাজধানী ও সংলগ্ন অঞ্চল। শনিবার সকালে ইন্ডিয়া গেট চত্বর ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, বাতাসের গুণগতমান ছিল মন্দ পর্যায়ে। দিল্লির অক্ষরধাম মন্দির চত্বরে বাতাসের গুণগতমান ছিল ২৩০, যা মন্দ পর্যায়েই পড়ে। আবার জওহরলাল নেহরু স্টেডিয়াম এলাকায় এদিন সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড হয়েছে ২৫২। দীপাবলির আগেই দিল্লির এই দূষণ ভাবিয়ে তুলছে রাজধানীর বাসিন্দাদের।

You might also like!