জয়পুর, ৯ সেপ্টেম্বর : কুস্তিগীর ভিনেশ ফোগাটের কংগ্রেসে যোগদানে উদ্বেগ প্রকাশ করলেন রাজস্থানের মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। তাঁর কথায়, খেলাধুলায় রাজনীতি করা হয়েছে, এটা দুঃখজনক বিষয়। সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন ভিনেশ ফোগাট, এছাড়াও কুস্তিগীর বজরং পুনিয়াও কংগ্রেসে যোগ দিয়েছেন। এ প্রসঙ্গে সোমবার রাজ্যবর্ধন সিং রাঠোর বলেছেন, খেলাধুলার রাজনীতি করা হয়েছে, এটা দুঃখজনক বিষয়।
রাঠোর বলেছেন, "এটা গণতন্ত্র, তাই প্রত্যেকেরই রাজনীতিতে যোগদানের অধিকার আছে, কিন্তু অন্য ক্ষেত্রকে অপমান করা উচিত নয়। আমি মনে করি অলিম্পিকে, কুস্তি এমন একটি খেলা, যাতে অনেক ক্রীড়াবিদ অংশ নেয় এবং আমরা অনেক পদক পাই। এমন পরিবেশ আগে তৈরি না হলে এবার আরও পদক আসতে পারত।"