Country

1 week ago

Police issue notice to Andhra Pradesh Chief Minister : তিরুপতি প্রসাদ বিতর্ক! জগনকে আটকাতে নোটিশ দিল অন্ধ্র পুলিশ

YS Jaganmohan Reddy (symbolic picture)
YS Jaganmohan Reddy (symbolic picture)

 

তিরুপতি, ২৭ সেপ্টেম্বর : তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু বিতর্কে ক্ষোভে ফুঁসছে অন্ধ্রপ্রদেশ। এর মাঝেই শনিবার তিরুপতি মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি। তাঁকে আটকাতে আসরে নেমেছে অন্ধ্রপ্রদেশের বর্তমান সরকার। সূত্রের খবর, আগামী কাল, জগনকে তিরুপতি মন্দিরে আসতে নিষেধ করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। জারি করা হয়েছে নোটিসও। শুধুই জগন নন, তাঁর দলের বহু নেতাকেও নোটিস পাঠিয়ে তিরুপতি মন্দিরে আসতে নিষেধ করা হয়েছে। অভিযোগ, ওয়াই এস আর কংগ্রেসের বহু নেতাকে গৃহবন্দিও করা হয়েছে। যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জগন্মোহন রেড্ডি।

You might also like!