Country

6 days ago

Mumbai:মুম্বইয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু তরুণীর, চালককে শনাক্ত ও গ্রেফতার করল পুলিশ

Young girl dies after being hit by a car in Mumbai
Young girl dies after being hit by a car in Mumbai

 

মুম্বই, ৪ সেপ্টেম্বর : মুম্বইয়ের বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বছর ২৭-এর এক তরুণী। মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাড এলাকায়। দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি ওই তরুণীকে ধাক্কা মারে, অভিযুক্ত গাড়ির চালকই ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, তরুণীকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।

মুম্বই পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনার তদন্তে নেমে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ বিশদ তদন্তে নেমেছে। মুম্বই পুলিশ আরও জানিয়েছে, যে গাড়ি চালাচ্ছিল তার নাম অনুজ সিনহা। মৃত তরুণীর নাম - শাহানা কাজী (২৭)। মেহেন্দি ক্লাস থেকে বাড়ি ফিরছিল সে, সেই সময় বেপরোয়া গাড়িটি তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা গাড়ির চালককে মারধর করে বলেও অভিযোগ।

You might also like!