Country

2 weeks ago

Mohan Lal:পুলিশ কর্তা যোগ দিলেন বিজেপিতে, প্রধানমন্ত্রীর নীতিতে অনুপ্রাণিত বললেন মোহন লাল

Mohan Lal
Mohan Lal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক দলের যোগদানের পালা। এবার এক পুলিশ কর্তা যোগ দিলেন বিজেপিতে। জম্মুতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন সিনিয়র পুলিশ সুপার (এএপি) মোহন লাল। জম্মু ও কাশ্মীর বিজেপির সভাপতি রবীন্দর রায়না তাঁকে গেরুয়া শিবিরে স্বাগত জানান।

বিজেপিতে যোগদানের পরে প্রাক্তন সিনিয়র পুলিশ সুপার (এএপি) মোহন লাল বলেছেন, বিজেপিই একমাত্র দল যা দেশকে আগে রাখে এবং সেই থেকে অনুপ্রেরণা নিয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি থেকে অনুপ্রাণিত হয়েছে আমি আজ বিজেপিতে যোগ দিয়েছি।


You might also like!