ভোপাল, ২৭ সেপ্টেম্বর : মহাকালেশ্বর মন্দিরের নবনির্মিত করিডোর এবার থেকে মহাকাল লোক নামে পরিচিত হবে। আগামী ১১ অক্টোবর নবনির্মিত মহাকাল করিডোরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে মঙ্গলবার মহাকাল করিডোরের প্রস্তুতি খতিয়ে দেখলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
এদিন মধ্যপ্রদেশের উজজয়িনীতে মন্ত্রিসভার বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এদিনের মন্ত্রিসভার বৈঠকে প্রধান আসনে অধিষ্ঠিত ছিলেন ভগবান শিব। এদিন বিশিষ্ট মানুষজনের সঙ্গেও কথা বলেছেন শিবরাজ। তিনি বলেছেন, ধর্মীয় পর্যটনের বৃদ্ধিতে আর্থিক উন্নয়নও হবে।