Country

6 days ago

PM Modi pays tributes to Jallianwala Bagh: জালিয়ানওয়ালাবাগের শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

PM Modi pays tributes to Jallianwala Bagh
PM Modi pays tributes to Jallianwala Bagh

 

নয়াদিল্লি, ১৩ এপ্রিল : ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যাঁরা প্রয়াত হয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন জানান, জালিয়ানওয়ালাবাগের শহিদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আগামী প্রজন্ম তাঁদের অদম্য চেতনাকে সর্বদা স্মরণ করবে। এটা আমাদের দেশের ইতিহাসের একটি কালো অধ্যায় ছিল। তাঁদের আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামে এক গুরুত্বপূর্ণ মোড় নিয়ে এসেছিল।


You might also like!